ইরান দুইটি উন্নত ক্ষত চিকিৎসা কেন্দ্রে পারমাণবিক-ভিত্তিক কোল্ড প্লাজমা প্রযুক্তি উন্মোচন করেছে।
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০২৫
দক্ষিণ ইরানের বান্দার আব্বাসে পারমাণবিক শক্তিভিত্তিক কোল্ড প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘমেয়াদি ও ডায়াবেটিক ক্ষত চিকিৎসার জন্য দুটি বিশেষায়িত কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বান্দার আব্বাসের খালিজ ফারস হাসপাতাল ও শহীদ মোহাম্মদি হাসপাতালে কোল্ড প্লাজমা প্রযুক্তি-নির্ভর ১০ম ও ১১তম উন্নত ক্ষত চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী।
এই প্রযুক্তিতে একটি নিয়ন্ত্রিত বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করা হয়, যা বাতাসের মতো ক্ষতিকর নয় এমন গ্যাসকে নিম্ন-তাপমাত্রার (৩৫–৪০°C) নন-থার্মাল প্লাজমায় রূপান্তরিত করে, যাতে টিস্যু পুড়ে যাওয়ার ঝুঁকি না থাকে।
এই পারমাণবিক-ভিত্তিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে ইসলামী জানান যে ইরানি গবেষকরা এই প্রযুক্তির দেশীয়করণে সফল হয়েছেন। তিনি বলেন, “কোল্ড প্লাজমা হচ্ছে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ, যা জনস্বাস্থ্যের সেবায় নিয়োজিত।”
তিনি আরও যোগ করেন, “এই নন-ইনভেসিভ এবং ব্যথামুক্ত প্রযুক্তি দীর্ঘমেয়াদি ও ডায়াবেটিক ক্ষত চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি এনে দেবে।”
এই প্রযুক্তির দেশীয় উন্নয়নের ফলে এখন ইরানকে আর ব্যয়বহুল বিদেশি যন্ত্রপাতি কিনতে হবে না এবং মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাজনিত জটিলতা থেকেও রেহাই পাবে।
তথ্যসূত্র: ফার্স নিউজ