ইরান তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা তিনগুণ করবে
পোস্ট হয়েছে: জুন ১২, ২০২৫

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (AEOI) প্রধান মোহাম্মদ ইসলামি ঘোষণা করেছেন যে ইরান দেশের সপ্তম উন্নয়ন পরিকল্পনার শেষ নাগাদ তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিনগুণ বাড়িয়ে ৩,০০০ মেগাওয়াটে পৌঁছানোর পরিকল্পনা করছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ ইসলামি জোর দিয়ে বলেন, ইরান সর্বদা স্বেচ্ছায় এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) সাথে সহযোগিতায় সরল বিশ্বাসে কাজ করেছে। তিনি বলেন, “আমরা কখনই অভিযোগ মেনে নেব না যে ইরান তার সুরক্ষামূলক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। এটি কোনও প্রমাণ ছাড়াই একটি বড় মিথ্যা“।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেন যে, যদি তথাকথিত ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করা হয়, তাহলে ইসলামিক প্রজাতন্ত্র সঠিক সময়ে যথাযথ পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
ইউরোপীয় ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে চলমান আলোচনা এবং একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান পরোক্ষ আলোচনার কথা উল্লেখ করে মোহাম্মদ ইসলামি বলেন, ইরান কূটনীতির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ অগ্রাধিকার হলো নিপীড়নমূলক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জনগণের উপর থেকে অর্থনৈতিক চাপ কমানো। “যখনই অন্য পক্ষ – বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র – নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে প্রকৃত সদিচ্ছা এবং গুরুত্ব প্রদর্শন করবে, ইরান যথাযথ এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানাবে” । মেহর নিউজ।