ইরান কেবল ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না: ইরানের প্রতিরক্ষা পরিষদ
পোস্ট হয়েছে: জানুয়ারি ৭, ২০২৬
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকিপূর্ণ ভাষা ব্যবহারের প্রবণতা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা হচ্ছে রেড লাইন। কাউকে এই রেড লাইন অতিক্রমের সুযোগ দেওয়া হবে না।
প্রতিরক্ষা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়েছে- যদি কোনো ধরণের আগ্রাসন চালানো হয় এমনকি যদি শত্রুতামূলক আচরণ অব্যাহত রাখা হয় তাহলে উপযুক্ত, দৃঢ় ও চরম জবাব দেওয়া হবে।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, ইরান কেবল ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখানোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ মনে করে না এবং হুমকির বাস্তব লক্ষণগুলোকে নিরাপত্তা সমীকরণের অংশ হিসেবে বিবেচনা করে।
ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি-ধমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়েছে।#
পার্সটুডে