বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরান-কাতার বাণিজ্য বেড়েছে ১২০ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ২৬, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও কাতারের মধ্যে বাণিজ্যিক লেনদেন গত সাত মাসে ১২০ শতাংশ বেড়েছে। ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মাদ শারিয়াতমাদারি শনিবার তেহরানে কাতারের অর্থমন্ত্রী আহমাদ বিন জাসেম বিন মোহাম্মাদ আলে সানি’র সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, কাতার দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ পাঁচশ’ কোটি ডলার করার প্রস্তাব দিয়েছে। গত সাত মাসে ইরান প্রায় ১০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে প্রকৌশল ও কারিগরি সেবা প্রদানের মাধ্যমে আয় হয়েছে প্রায় একশ’ কোটি ডলার।

২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওই আয়োজনকে সামনে রেখে কাতার ইরান থেকে বিপুল অংকের পণ্য আমদানি করবে। এ সুযোগকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন ইরানের বাণিজ্যমন্ত্রী।কাতারের অর্থমন্ত্রী আহমাদ বিন জাসেম বিন মোহাম্মাদ আলে সানি আজ সকালে ইরান সফরে এসেছেন।

– পার্সটুডে।