সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে ২৫ বিলিয়ন বিনিয়োগে তৈরি হবে লক্ষাধিক কর্মসংস্থান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২০ 

news-image

ইরানের মুক্ত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় ১ হাজার ট্রিলিয়ন রিয়াল (প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার) ও বিদেশি দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশটিতে আগামী বছরের আগস্ট নাগাদ ১ লাখ ২ হাজার ৫০০ জন মানুষের কর্মসংস্থান হবে। ইরানিয়ান ফ্রি জোনস হায় কাউন্সিলের সচিব মোরতেজা বান্ক এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী আগস্টে প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসনের মেয়াদ শেষ হবে। এ উপলক্ষে আগামী বছরের আগস্ট নাগাদ বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ২শ প্রকল্প ও মুক্ত বাণিজ্য অঞ্চলগুলোতে ৩২০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে উল্লিখিত সংখ্যক মানুষের কর্মের সুযোগ তৈরি হবে। ইরানের মুক্ত বাণিজ্য অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে দেশের চল্লিশ ভাগের অধিক রপ্তানি হয় বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।