ইরানে সামাজিক সূচকে মেয়েদের অগ্রগতি
পোস্ট হয়েছে: জুন ২৮, ২০২০

ইরানি সমাজে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির নারীদের অগ্রগতি হয়েছে। এক পসিংখ্যানে এমন চিত্র উঠে এসেছে। এই তথ্য জানিয়েছেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার।
তিনি বলেন, এক্ষেত্রে নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্সি নীতি-নির্ধারণে কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং উল্লেখযোগ্য সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
ইবতেকার জানান, মেয়েদের মাঝে প্রাণবন্ততা এবং সতেজতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেয়েদের জন্য শারীরিক শিক্ষা কর্মসূচি পুনরায় পরিচালনা করা হচ্ছে। যেগুলো আগে বাতিল করা হয়েছিল।
স্কুল থেকে ঝরে পড়া মেয়েদের সহায়তা করা আরেকটি পরিকল্পনা। দেশব্যাপী ১৭টি প্রদেশে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এতে সহায়তা দিয়েছে সাক্ষরতা আন্দোলন সংস্থা এবং শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া সিস্তান-বালুচিস্তান প্রদেশে স্কুল থেকে ঝরে পড়া মেয়েদের জন্য তিনটি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।