মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে শরত: চন্দ্রমল্লিকা উৎসব থেকে জাতীয় হস্তশিল্প প্রদর্শনী

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০২৫ 

news-image
  • উত্তর-পশ্চিম তেহরানে ইরানের জাতীয় উদ্ভিদ উদ্যানে চন্দ্রমল্লিকা উৎসব

পার্সটুডে-তেহরানে নবম চন্দ্রমল্লিকা ফুলের উৎসব ১০ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হয়েছে এবং ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উত্তর-পশ্চিম তেহরানের ইরান জাতীয় উদ্ভিদ উদ্যানে অনুষ্ঠিত হবে।

তেহরানের চন্দ্রমল্লিকা উৎসব থেকে শুরু করে কিশে ইরানি আঞ্চলিক মহিলা সঙ্গীত উৎসব, উত্তর খোরাসানের খামার থেকে জাফরান সংগ্রহ এবং কেরমানশাহ প্রদেশে ১৯তম জাতীয় ইরানি হস্তশিল্প প্রদর্শনী ইত্যাদি ছিল ফার্সি চলতি অবন মাসজুড়ে (২৩ অক্টোবর-২১ নভেম্বর ২০২৫) ছিল ইরানের বিভিন্ন শহরে অবিস্মরণীয় বিভিন্ন অনুষ্ঠান এবং সংস্কৃতির চিত্র। এই প্রতিবেদনে সেইসব অনুষ্ঠানের মুহূর্তগুলোর এক ঝলক দেখানোর চেষ্টা করা হয়েছে যেসব অনন্য মুহূর্ত জীবনছবির ফ্রেমে গাঁথা থাকবে গর্ব, মর্যাদা আর সৌন্দর্যের স্মৃতি হয়ে।

নবম চন্দ্রমল্লিকা উৎসব উদ্বোধন হয়েছে ১০ অক্টোবর ২০২৫ তারিখে এবং উত্তর-পশ্চিম তেহরানের ইরান জাতীয় উদ্ভিদ উদ্যানে চলবে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

চন্দ্রমল্লিকা উৎসব

৫ম কিশ সঙ্গীত উৎসবের অংশ হিসেবে ইরানি আঞ্চলিক মহিলা সঙ্গীত উৎসব বৃহস্পতিবার ২ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। দক্ষিণ ইরানের কিশ শহরে অনুষ্ঠিত ওই উৎসবে ইরানের বিভিন্ন অঞ্চলের শিল্পী গোষ্ঠী পরিবেশনায় অংশ নেন।

ইরানি আঞ্চলিক মহিলা সঙ্গীত উৎসব

উত্তর-পূর্ব ইরানের উত্তর খোরাসান প্রদেশের ফারোজ উপশহরে জাফরান তোলার মৌসুম শুরু হওয়ার সাথে সাথে, শত শত গ্রামীণ পরিবার মাঠে দলবদ্ধভাবে কাজ শুরু করেছে। এই জাফরান ক্ষেতগুলো থেকে প্রতি বছর প্রায় ১৩ টন জাফরান সংগ্রহ করা হয়।

উত্তর-পূর্ব ইরানের উত্তর খোরাসানে ক্ষেত থেকে জাফরান তোলা হচ্ছে

রিয়াদ ২০২৫ ইসলামি ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলাদের পৃথকভাবে একক টেবিল টেনিস প্রতিযোগিতা ১ নভেম্বর ২০২৫ তারিখে গেমসের সপ্তম দিনে অনুষ্ঠিত হয়। ইরানি মহিলা টেবিল টেনিস দলের অধিনায়ক শাহসাভরি ফাইনালে সিরিয়ার হিন্দ জাজা‘-কে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন এবং ইরানি এই ক্রীড়াবিদ ইসলামি গেমসে সবচেয়ে সম্মানিত হয়েছেন।

ইরানি মহিলা টেবিল টেনিস অধিনায়ক নেদা শাহসাভরি

পানিজ ফারিউসেফির নেতৃত্বে বুধবার সন্ধ্যায় (১১ নভেম্বর, ২০২৫ তারিখে) তেহরানের ওয়াহদাত হলে ‘সিমোর্গের ভূমি’ শিরোনামে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা অনন্য সাধারণ একটি অনুষ্ঠান উপহার দেয়।

‘পানিজ ফারিউসেফি’র নেতৃত্বে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা

 নভেম্বর, ২০২৫ তারিখ সকালে তেহরানের আজাদী কমপ্লেক্স লেকে অনুষ্ঠিত হয় ইরানি মহিলা ক্যানো পোলো লীগের নৌকা বাইচ প্রতিযোগিতা।

ইরানি মহিলা ক্যানো পোলো লীগ

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের ১৫তম হস্তশিল্প প্রদর্শনী এবং ১৯তম জাতীয় ইরানি হস্তশিল্প প্রদর্শনী কেরমানশাহ আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে অন্তত ১১৬ জন শিল্পী এবং ৬০ জন মহিলা শিল্পী এসব প্রদর্শনীতে উপস্থিত হয়ে আয়োজনকে উৎসবমুখর করে তুলেছেন।

পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশে হস্তশিল্প প্রদর্শনী

মধ্য-শরত ঘনিয়ে আসার সাথে সাথে, ইরানের উত্তরাঞ্চলীয় গিলানের বনাঞ্চলগুলো তাদের দৃশ্যমান সৌন্দর্য মেলে ধরেছে।

উত্তর ইরানে চোখ জুড়ানো শরত

পার্সটুডে