রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে যে সুবিধা পাচ্ছে ইরাক, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ার শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: মার্চ ২৯, ২০২৩ 

news-image

ইরানের বিজ্ঞান মন্ত্রণালয় ইরাক, লেবানন, ইয়েমেন এবং সিরিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বসবাসের সুবিধা দিচ্ছে। ইরানের কিছু প্রদেশে এই দেশগুলির শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সময় থাকার সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। শীঘ্রই এই সুবিধা দেশের অন্য প্রদেশগুলোতেও চালু করা হবে। আইআরআইবি ডেপুটি বিজ্ঞান মন্ত্রী হাসেম দাদাশপুরকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।তিনি বলেন, উল্লিখিত চার দেশের শিক্ষার্থীরা বছরে চারবার দেশে প্রবেশ এবং ত্যাগ করতে পারবেন।প্রতি বছর আবাসিক অনুমোদন নেওয়া এবং তা করার প্রয়োজনীয়তাকে আন্তর্জাতিক ছাত্রদের অন্যতম সমস্যা হিসেবে তিনি তুলে ধরেন। এ বিষয়ে সিরিয়া ও লেবাননসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে গবেষণা চলাকালীন বসবাসের সমস্যার সমাধান করা হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য,১১৯টি দেশের লক্ষাধিক বিদেশী শিক্ষার্থী ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করছে এবং দেশটির ৯৪টি বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থীদের ভর্তির অনুমতি রয়েছে। সূত্র: তেহরান টাইমস।