বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে মহাকবি ফেরদৌসি দিবস উদযাপিত

পোস্ট হয়েছে: মে ১৬, ২০১৭ 

news-image

ইরানে সোমবার উদযাপিত হলো মহাকবি ফেরদৌসি দিবস। ফার্সি ২৫ উর্দিবেহেশত তথা ১৫ মে তাঁর জন্মদিন উপলক্ষে ইরানে এই দিনকে “ফেরদৌসি দিবস” হিসেবে উদযাপন করা হয়। হাকিম আবুল কাসেম ফেরদৌসি’র বিচিত্র ও বিশিষ্ট অবদানকে স্মরণ করে এই দিবস উদযাপনের প্রচলন দীর্ঘদিনের।

চিন্তা-চেতনায় দূরদর্শিতা আর জীবনযাপনে সহজ সাবলীলতা, স্পষ্টভাষণ, ঐক্য ও সংহতির বাণীবাহক এই মহাকবি বিশ্বব্যাপী চিন্তাশীল গবেষকদের মাঝে সুপরিচিত। ৯৭৭ সালের দিকে তিনি শাহনামা লেখা শুরু করেন এবং দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইরানের বিভিন্ন শাসক ও শাহদের কাহিনী তুলে ধরেন।

প্রাচ্যের ‘হোমার’ খ্যাত ফেরদৌসি ইরানের খোরাসান প্রদেশের তূস এলাকার পজ নামক গ্রামে ৯৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ১০২০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। সূত্র: পার্সটুডে।