মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে ফ্যাশন ও পোশাকের উপর নতুন টিভি চ্যানেল

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০১৬ 

news-image

ইরানে ফ্যাশন ও পোশাকের উপর চালু হতে যাচ্ছে নতুন টেলিভিশন চ্যানেল। এর নামকরণ করা হয়েছে ‘লেবাস টিভি’। ইসলামী পোশাকে নারী ও পুরুষের ফ্যাশন ছাড়াও পোশাক সংস্কৃতির বিভিন্ন ইতিবৃত্ত নিয়ে অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে এ টিভিতে। ৮ থেকে ১২ মার্চ তেহরানে যে ফজর ইন্টারন্যাশনাল ফ্যাশন এন্ড ক্লথিং ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে সেখানেই এ চ্যানেলটির উদ্বোধন করা হবে। আইআরআইবি‘র তত্ত্বাবধানে থাকবে লেবাস টিভি। উপস্থাপক হিসেবে রয়েছেন ফারশিদ মাহমুদি, শাহিন আরাকি, মোহাম্মাদ সালিমি ও হাদি রবাতি।

লেবাস টিভিতে পোশাকের নিত্যনতুন ডিজাইন, বাজারে পোশাক সম্পর্কে বিভিন্ন তথ্য ছাড়াও হরেক রকম খোঁজ খবর নিয়ে সাজানো হবে অনুষ্ঠানমালা। ইরানের ন্যাশনাল ফাউন্ডেশন অব ফ্যাশন এন্ড ক্লথিং এ চ্যানেল পরিচালনা করবে। ইরানের ইসলামী সংস্কৃতির আলোকেই সাজানো থাকবে লেবাস টিভির অনুষ্ঠানমালা। ‘ওয়ারিং স্মার্ট, ইরানিয়ান ফ্যাশন, দি ক্লথেস স্টোরি, ওয়ার্ল্ড ফ্যাশন, আউটফিট নং ওয়ান, ডিজাইন, বিহাইন্ড দি সিন এন্ড দি স্টেজ এমন সব আকর্ষণীয় অনুষ্ঠানমালা থাকছে লেবাস টিভিতে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন