ইরানে পবিত্র আশুরা পালিত
পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২৫

সমগ্র ইরানজুড়ে রবিবার ঐতিহাসিক আশুরা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব শোক-মিছিলে ইরানের সর্বস্তরের জনগণ অংশ নেয়। ৬১ হিজরির ১০ মুহররমে কারবালায় নিবেদিত প্রাণ সঙ্গী-সাথীসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (আ) নির্মমভাবে শহীদ হন।
তেহরানের হোসাইন-প্রেমিরা শনিবার রাতব্যাপী শোক পালন করার পর রবিবার সকাল থেকেই আশুরার শোক-মিছিলে অংশ নেয়। ত্যাগ, তাকওয়া, শাহাদাত এবং সাহসিকতার অনন্য পরাকাষ্ঠা ইমাম হোসাইনের (আ) শাহাদাতের শোক মিছিলে শেষবারের মতো অংশ নিয়ে ইমামের আত্মিক ও আধ্যাত্মিক অনুসৃতির স্বাক্ষর রাখেন তারা।
রাজধানী তেহরান ছাড়াও এদিন দেশটির অন্যান্য শহরেও পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল অনুষ্ঠিত হয়। শোকার্ত জনতা আশুরার দিনের শ্রেষ্ঠ শহীদ এবং তাঁর সঙ্গীদের সাহসিকতাসহ কারবালার ময়দানের শোকাবহ ঘটনার কথা স্মরণ করে গাওয়া শোকগাঁথার সাথে আর্তস্বর মেলান।
কালো পোশাক পরিহিত শোক পালনকারীদের এসব মিছিল- সমাবেশ দৃশ্যত বিলাপ আর বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে।