বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে চোরাচালান কমেছে ৪০ ভাগ

পোস্ট হয়েছে: জুন ১৩, ২০১৬ 

news-image

গত দুই বছরে ইরানে চোরাচালানে আসা পণ্যের সরবরাহ কমেছে অন্তত ৪০ ভাগ। গত বুধবার ইরানের এ্যান্টি স্মাগলিং হেডকোয়ার্টারের প্রধান কাশেম খোরশিদি এ তথ্য জানান। বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। এছাড়া ইরানের মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়েছে যা চোরাচালান নিয়ন্ত্রণের ফলে সম্ভব হয়েছে বলে জানান খোরশিধি।

খোরশিদি আরো জানান, পণ্য সরবরাহের ক্ষেত্রে চোরাচালান প্রতিরোধে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সঙ্গে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা চোরাচালান রোধে কাজ করছে। এর ফলে বছরে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের চোরাচালান বাণিজ্য সংকুচিত হয়ে এসেছে ১৫ বিলিয়ন ডলারে। সূত্র: তেহরান টাইমস