বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে উদ্ভাবনে নারীদের অবদান ২৪ শতাংশের বেশি

পোস্ট হয়েছে: নভেম্বর ২৫, ২০২৪ 

news-image

ইরানের মহিলা ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার জানিয়েছেন, তার দেশে উদ্ভাবনের ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে ২৪ শতাংশেরও বেশি। বিশ্বব্যাপী যেখানে গড়ে নারীদের অবদান রয়েছে ১৭ শতাংশের মত।

তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, মাত্র ১২ শতাংশ উদ্যোক্তা এবং স্টার্ট-আপ নারীদের হাত ধরে প্রতিষ্ঠিত। আমরা আশা করি, বর্তমান প্রশাসনের শেষ নাগাদ উদ্যোক্তায় নারীর উপস্থিতি ৩০ শতাংশে পৌঁছে যাবে।

সোমবার তেহরানের তারবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম জাতীয় নারী উদ্যোক্তা ও ব্যবসায়িক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কর্মকর্তা আরও বলেন, ইরানে আনুষ্ঠানিকভাবে ২০০০ সালে উদ্যোক্তা বিষয়টির যাত্রা শুরু হয়। এর পরে এটিকে বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নের ক্ষেত্র হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং তেহরান বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় বিষয়ের একটি হিসাবে এটি চালু করা হয়।

আজ, উদ্যোক্তার ধারণাটি অর্থনীতি, মনোবিজ্ঞান, সংস্কৃতি, সমাজবিজ্ঞান এবং এমনকি ধর্মের মতো বিভিন্ন ক্ষেত্রের সাথে জড়িত। সূত্র: তেহরান টাইমস