ইরানে ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ব্রিকসের তীব্র নিন্দা
পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২৫

ইরানে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিকসভুক্ত দেশগুলোর নেতারা। রবিবার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিকসের ১৭তম সম্মেলনে তারা এই নিন্দা জানান।
ব্রিকস সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রের ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ১৩ জুন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো ইসরাইলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা নিন্দনীয়।
ঘোষণায় আরও বলা হয়েছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইচ্ছাকৃতভাবে চালানো হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিভিন্ন প্রস্তাবেরও সুস্পষ্ট লঙ্ঘন, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস।
ব্রিকস নেতাদের ঘোষণায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, অর্থনৈতিক অসমতা, পরিবেশ, একপাক্ষিকতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গণহত্যা এবং দখলকৃত ফিলিস্তিনে ইসরাইলি অপরাধসহ বিস্তৃত বিষয়গুলো উঠে এসেছে।
প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইল আন্তর্জাতিক আইন এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে সামরিক হামলা চালায়। এ হামলার লক্ষ্য ছিল শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
এই হামলা ১২ দিন ধরে চলেছে এবং এতে কয়েকজন বিজ্ঞানী, সেনা সদস্য এবং নাগরিক শহীদ হন।
এই আগ্রাসনের ধারাবাহিকতায় ২২ জুন রবিবার ভোরে, আমেরিকা সরাসরি ফোরদু, নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা কার্যত ইসরাইলি আগ্রাসনে যুক্ত হওয়ারই নামান্তর।
পার্সটুডে/