মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে অস্থিরতা ব্যর্থ মার্কিন–ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ: পেজেশকিয়ান

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২৬ 

news-image

তেহরান (তাসনিম) — ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরানে সাম্প্রতিক অস্থিরতা ১২ দিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের ব্যর্থ ষড়যন্ত্রগুলোরই ধারাবাহিকতা। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জাতি আবারও এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপে পেজেশকিয়ান দেশের সর্বশেষ অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে কথা বলেন। তিনি এগুলোকে ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি মদদপুষ্ট সমন্বিত প্রচেষ্টারই সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেন। তার মতে, জনগণের সতর্কতা ও জাতীয় ঐক্যের কারণে এসব ষড়যন্ত্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

প্রেসিডেন্ট বলেন, প্রশিক্ষিত দাঙ্গাবাজদের নিন্দা জানাতে ইরানি জনগণের ব্যাপক ও ঐতিহাসিক উপস্থিতি জাতির দৃঢ় সংকল্প ও সচেতনতার স্পষ্ট প্রমাণ, যা শত্রুদের এজেন্ডায় নতুন করে আঘাত হেনেছে। তিনি যোগ করেন, জনগণের এই অবস্থান ইসলামি প্রজাতন্ত্রকে জাতীয় লক্ষ্য অর্জনের পথে আরও আত্মবিশ্বাস ও শক্তির সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

পেজেশকিয়ান অভ্যন্তরীণ সংহতি জোরদার এবং প্রতিবেশী ও ইসলামি দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শত্রু শক্তিগুলো ইরানের অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত করতে চাপ বাড়াচ্ছে।

আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট উত্তেজনা প্রশমনে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ইরাক, কাতার, তুরস্ক ও সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিনষ্টের প্রচেষ্টা কার্যকরভাবে মোকাবিলা করবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রতি পাকিস্তানের সংহতি পুনর্ব্যক্ত করেন এবং ইসলামি প্রজাতন্ত্রকে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে বর্ণনা করেন। তিনি আস্থা প্রকাশ করেন যে, প্রজ্ঞাবান নেতৃত্বের অধীনে ইরানি জাতি মর্যাদা ও সাফল্যের সঙ্গে বর্তমান চ্যালেঞ্জগুলো অতিক্রম করবে। একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে উদ্যোগে অবদান রাখতে ইসলামাবাদের প্রস্তুতির কথাও পুনরুল্লেখ করেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি