শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের ২০২২ সালের বইয়ের রাজধানী সানান্দাজ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২১ 

news-image

ইরানের কোর্দেস্তান প্রদেশের রাজধানী সানান্দাজকে ইরানের ২০২২ সালের ‘বুক ক্যাপিটাল’ তথা বইয়ের রাজধানী ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রণালয় আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।  অনুষ্ঠানের জুরি বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, পঠন প্রচারে পরিকল্পনার দৃঢ়তার জন্য শহরটি নির্বাচিত করা হয়েছে।এছাড়াও শহরটি বই পড়ার জন্য বিভিন্ন প্রচারণা, সাংস্কৃতিক সম্ভাবনার ব্যবহার ও বই পড়ার প্রচারের জন্য উদ্ভাবনী ধারণা এবং বইয়ের দোকানগুলোর উন্নয়নের জন্য দুর্দান্ত প্রচেষ্টার মাধ্যমে এই উপাধি অর্জন করে।জুরি বোর্ড ১৯২টি আবেদনের মধ্য থেকে তিনটি ধাপে শহরটিকে বেছে নেয়। এছাড়াও, বাম, ইভাজ, নাজাফাবাদ এবং সেমনানকে ইরানের বই পড়ার উদ্ভাবনী শহর হিসাবে নির্বাচিত করা হয়েছে।মাত্র ৪ লাখ ১০ হাজারের বেশি জনসংখ্যার সানান্দাজে সাতটি পাবলিক লাইব্রেরি রয়েছে। সূত্র: তেহরান টাইমস।