মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পুরো অঞ্চলের নিরাপত্তা বাড়িয়েছে’

পোস্ট হয়েছে: জুন ১১, ২০২৩ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজআলী আকবারি বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাই বাড়িয়ে দিয়েছে। তিনি  শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

গত ৬ জুন মঙ্গলবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নিজেদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’র মোড়ক উন্মোচন করেছে। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা মোকাবেলা করার মতো কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি।

তেহরানের জুমার নামাজের আজকের খতিব এই ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে আরও বলেছেন, ইরানের এই সাফল্য সব মুমিনকে আনন্দিত করেছে, তবে তা শয়তানি শক্তির হৃদয়ে কাঁপন সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বিশ্বাস (ঈমান) ও আশা- এই দুইয়ের ফসল হচ্ছে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র। তিনি বলেন, ইরানিদের বিশ্বাস ও আশাই শত্রুদেরকে বারবার ব্যর্থ করে দিয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে তারা ব্যর্থ হবে।

শত্রুরা ইরানিদের মাঝে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসনের সব চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান এই বিজ্ঞ আলেম। /পার্সটুডে/