বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের স্পঞ্জ লোহা রপ্তানি বেড়েছে ১০৯ শতাংশ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ 

news-image
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০২৩ থেকে ২০ জানুয়ারি ২০২৪) গত বছরের একই সময়ের তুলনায় ইরানের স্পঞ্জ লোহা রপ্তানি ১০৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ইরানি ইস্পাত উৎপাদক সমিতির (আইএসপিএ) চেয়ারম্যান বাহরাম সোবহানি এ ঘোষণা দিয়েছেন।
সরাসরি হ্রাসকৃত লোহাকে (ডিআরআই) স্পঞ্জ লোহা বলা হয়। প্রাকৃতিক গ্যাস বা কয়লা থেকে উৎপাদিত গ্যাস বা মৌলিক কার্বন হ্রাস করে লোহা আকরিকের সরাসরি হ্রাস (গলা, ছুরি বা মিহি আকারে) থেকে এই লোহা উৎপন্ন হয়। অনেক আকরিক সরাসরি হ্রাসের জন্য উপযুক্ত।
ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে অর্থনৈতিকভাবে লড়াই করছে তখন দেশটির খনি খাত এই ধরনের বাধা অতিক্রম করে লক্ষণীয়ভাবে এগিয়ে যাচ্ছে।
খনির খাতের বিভিন্ন পণ্যের মধ্যে স্পঞ্জ লোহা একটি অসামান্য উদাহরণ। কারণ, এই আইটেমের উৎপাদন দেশটিতে ক্রমশ বাড়ছে। সূত্র: তেহরান টাইমস