মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সামরিক শক্তির কাছে ইসরাইলের ভরাডুবি: হাসান আবুতোরাবিফার্দ

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২৫ 

news-image

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের সামরিক শক্তির কাছে ইহুদিবাদী ইসরাইলের বিরাট পরাজয় হয়েছে। এবং এই শাসনব্যবস্থার ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে বলে অনুমান করা হচ্ছে।

তেহরানের জুমার নামাজের খুতবায় অস্থায়ী খতিব হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবিফার্দ আরও বলেছেন: শত্রুদের আক্রমণের শুরু থেকেই সমগ্র জাতি, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিজেদের মধ্যে একটি শক্তিশালী ঐক্যের বন্ধন তৈরি করেছিল। ইরানি জাতির সেই দুর্দান্ত জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি সৃষ্টির কারণে শত্রুরা হতাশ হয়ে পড়ে।

তিনি আরও বলেন: হিব্রু, আরবিসহ পশ্চিমা অনেক উৎস থেকে সংগৃহীত ২০ টিরও বেশি সরকারী তথ্যসূত্রের ভিত্তিতে বিগত ১২ দিনের যুদ্ধ তেল আবিবের জন্য সবচেয়ে জটিল কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছিল। নিরাপত্তা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় পরিচালিত ইহুদিবাদী গণমাধ্যমগুলোর ওপর অভূতপূর্ব সেন্সরশিপের ফলে, ইসরাইলের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তুলে ধরা হয় নি। তবু প্রাপ্ত বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ইসরাইলের আর্থিক ক্ষতির পরিমাণ ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলারের মধ্যে ধরা হয়েছে। এটা ইসরাইলের বার্ষিক জিডিপির ৮ শতাংশের সমান বলে সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবিফার্দ উল্লেখ করেন। পার্সটুডে/