রবিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সানানদাজে অনুষ্ঠিত হলো “উম্মাহ অফ আহমাদ” উৎসব

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২৫ 

news-image

ইরানের কুর্দিস্তান প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সানানদাজ শহরে গত শুক্রবার ইসলামিক ইউনিটি সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে “উম্মাহ অফ আহমাদ” (ন্যাশন অফ আহমাদ) উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে ১৭টি প্রদেশ এবং ৭টি ইসলামিক দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

ইরানের কুর্দিস্তান হলো শিয়া ও সুন্নিদের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ। পরিবারগুলোর মধ্যে পারস্পরিক মিশ্রণ এই অঞ্চলের সম্প্রদায়গুলোর মধ্যে বিদ্যমান ঐক্য এবং সহনশীলতার দৃঢ় মনোভাবকে তুলে ধরেছে।

ইসলামিক ইউনিটি সপ্তাহ হলো শিয়া ও সুন্নি উভয় মাজহাব কর্তৃক প্রতি বছর পালিত একটি অনুষ্ঠান। শিয়া ঐতিহ্য অনুসারে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) রবিউল আউয়াল মাসের ১৭ তারিখে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে, সুন্নি ঐতিহ্য অনুযায়ী তিনি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন। এই উৎসবটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের এই দুটি তারিখের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হয়।

প্রয়াত ইমাম খোমেনির নির্দেশনা অনুযায়ী ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে ইরানে সর্বপ্রথম এই সপ্তাহটি পালন করা শুরু হয়। তখন থেকেই বিশ্বের মুসলিমরা এই তারিখগুলোর মধ্যে ইসলামিক ইউনিটি সপ্তাহ পালন করে আসছে। সূত্র: মেহর নিউজ