মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তা

পোস্ট হয়েছে: জুন ১৭, ২০২৫ 

news-image

ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরাইলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যক  কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক শহীদ হওয়ার পর  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ইরানি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন। এই বার্তা টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

বার্তাটি এখানে তুলে ধরা হলো:

আমাদের দেশের প্রিয় ও মহান জাতির প্রতি রইল আমার সালাম। আমাদের কযেকজন  প্রিয় কমান্ডার ও বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের শাহাদাৎ, যা সবার জন্য কষ্টদায়ক, তাতে ইরানি জাতি ও তাদের পরিবারের প্রতি অভিনন্দন, সমবেদনা ও শোক জানাচ্ছি। আশা করছি সর্বশক্তিমান আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন এবং তাদের পবিত্র আত্মা তাঁর বিশেষ করুণায় আচ্ছাদিত করবেন।

আর আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ইহুদিবাদী ইসরাইল বড় ভুল করে ফেলেছে, বড় ত্রুটি করেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে (দখলদার ইসরাইল) অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ। ইরানি জাতি শহীদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না, তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং দেশের কর্মকর্তাগণ ও সর্বস্তরের জনগণ সশস্ত্র বাহিনীর সঙ্গে রয়েছে।

আজ দেশের বিভিন্ন রাজনৈতিক দলসহ  বিভিন্ন  মহল ও ব্যক্তি থেকে একই রকম বার্তা জারি করা হয়েছে। সকলেই মনে করেন যে আমাদের অবশ্যই  ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা শক্তিমত্তার সাথে কাজ করব এবং তাদেরকে কোন ছাড় দেয়া হবে না।

নিঃসন্দেহে ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে। ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে, তারা আঘাত করেছে এবং এখানেই তা শেষ হয়ে গেছে। না, তারা শুরু করেছে এবং তারা যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদীরা যে মারাত্মক অপরাধ করেছে, তা থেকে তাদেরকে অক্ষত অবস্থায় বের হওয়ার সুযোগ দেব না।  ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে। ইরানি জাতি আমাদের সাথে আছে, সশস্ত্র বাহিনীর সাথে আছে এবং আল্লাহর ইচ্ছায় ইসলামী প্রজাতন্ত্র ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করবে।

প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন এবং নিশ্চিত থাকুন এই ক্ষেত্রে কোনো ত্রুটি করা হবে না।

আপনাদের উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।