মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের রোয়াররা এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক জিতেছেন

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৪, ২০২২ 

news-image
থাইল্যান্ডের বান চ্যাং-এ চলমান ২০২২ এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে ইরানি রোয়াররা পাঁচটি পদক জিতেছেন।ইরানের নাজানিন মালাই নারীদের একক স্কালসে সোনা জিতেছেন। চীনের ইউ ওয়েন এবং কাজাখস্তানের স্বেতলানা জার্মানোভিচ যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন।নারীদের দ্বৈত স্কালসে মাহসা জাভার এবং নাজানিন মালাই স্বর্ণ জিতেছে। এরপরে চীন ও ভিয়েতনাম রয়েছে।সাকিবা ভোগৌফি, কিমিয়া জারিই, জেইনাব নরোজি এবং মরিয়ম ওমিদি পার্সাও নারীদের লাইটওয়েট কোয়াড্রপল স্কালসে ব্রোঞ্জ জিতেছেন। স্বর্ণ ও রৌপ্য পদক গেছে ভিয়েতনাম ও থাইল্যান্ডে।আমির হোসেন মাহমুদপুর পুরুষদের একক স্কালসে ব্রোঞ্জ পদক জিতেছেন। হংকংয়ের চ্যান চি ফুং এবং থাইল্যান্ডের প্রেম নামপ্রতুয়েং যথাক্রমে একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতেছেন।হামিদরেজা রেজভানি এবং শিরজাদ গাদেরিও পুরুষদের ডাবল স্কালে ব্রোঞ্জ জিতেছেন। ইন্দোনেশিয়া ও ভারত যথাক্রমে সোনা ও রৌপ্য জিতেছে। সূত্র: তেহরান টাইমস।