বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি ব্যর্থ হয়েছে: পাকিস্তানি চিন্তাবিদ

পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬ 

news-image

পার্সটুডে-পাকিস্তানি রাজনীতি বিশ্লেষক এবং অর্থনীতিবিদ মীর মোহাম্মদ আলী খান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির নিন্দা জানিয়েছেন। তিনি গুরুত্বের সাথে বলেছেন বিদেশী চাপ এবং ইহুদিবাদী লবির প্রভাব ইরানিদের জাতীয় ঐক্যকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে।

মীর মোহাম্মদ আলী খান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকির নিন্দা করে জোর দিয়েছেন যে, বিদেশী চাপ এবং ইহুদিবাদী লবির প্রভাব ইরানিদের জাতীয় ঐক্যকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে এবং ইরানি জনগণের প্রতিরোধ ওয়াশিংটনের যুদ্ধ-উস্কানির নীতিগুলোকে ব্যর্থ করে দিয়েছে। পার্সটুডে আরও জানায়, মীর মোহাম্মদ আলী খান আরও বলেন: আজ, বহুপাক্ষিক ব্যবস্থা এবং নতুন বিশ্ব ব্যবস্থা মার্কিন হস্তক্ষেপ এবং ট্রাম্পের যুদ্ধ-প্ররোচনামূলক আচরণের সম্ভাব্য হুমকির মুখোমুখি হচ্ছে। মার্কিন ব্যবস্থা ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং হোয়াইট হাউসের নেতারা সর্বদা স্বাধীন দেশগুলোর চেহারা কালো করার চেষ্টা করছেন।

পাকিস্তানি এই রাজনীতি বিশ্লেষক জোর দিয়ে বলেন: আজ ভেনেজুয়েলায় যা দেখা যাচ্ছে এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্প যে হুমকি দিচ্ছে তা প্রমাণ করে যে মার্কিন ব্যবস্থা ইহুদিবাদী লবি দ্বারা প্রবলভাবে প্রভাবিত; তারা অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলতে এবং স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলোকে কাজে লাগানোর জন্য ইহুদিবাদী সরকারের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন: ট্রাম্প এবং হোয়াইট হাউসে তার যুদ্ধবাজ দল কখনই অন্যান্য জাতি এবং স্বাধীন রাষ্ট্রগুলোকে গণতন্ত্র  মানবাধিকারের শিক্ষা দেওয়ার নৈতিক অবস্থানে নেই।

মীর মোহাম্মদ আলী খান আরও বলেন: স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকির ঘটনায় বিশ্ব উদ্বেগজনকভাবে নীরব রয়েছে; যদিও অন্যান্য দেশের বিষয়ে এ ধরনের আগ্রাসী মার্কিন আচরণ এবং হস্তক্ষেপকে বিশ্ব এবং বহুপাক্ষিক ব্যবস্থার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসাবে বিবেচনা করা হয়।

তিনি বলেন: স্বাধীন দেশগুলোতে সরকার পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যোগসাজশ কোনও গোপন বিষয় নয়। সাম্প্রতিক বছরগুলোতে, পশ্চিম এশিয়ায় এই গণতন্ত্রবিরোধী আন্দোলন লক্ষ্য করা গেছে এবং এর সাম্প্রতিকতম উদাহরণ ভেনেজুয়েলায় বাস্তবায়িত হয়েছে।

এই পাকিস্তানি চিন্তাবিদ জোর দিয়ে বলেন: ইরানি জনগণের ব্যাপারে ট্রাম্পের কপট উদ্বেগ ইঙ্গিত দেয় যে, ইরানের ইসলামি প্রজাতন্ত্র আমেরিকা ও ইসরায়েলের ওপর তীব্র আঘাত হেনেছে। এই আন্দোলন ইরানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্যকে দুর্বল করতে পারে নি এবং পারবেও না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি ইরানের প্রতি ইউরোপীয় দেশগুলোর দ্বৈত আচরণ এবং মোসাদ ও সিআইএ সংস্থার সাথে ইরান-বিরোধী প্রকল্পে তাদের জড়িত থাকার সমালোচনা করে বলেন: পশ্চিমারা তাদের স্বাধীনতা হারিয়ে এখন আমেরিকার আদেশ শুনছে।#

পার্সটুডে