বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের বরেণ্য কণ্ঠশিল্পী আব্দুলভাহাব শাহিদী আর নেই

পোস্ট হয়েছে: মে ১১, ২০২১ 

news-image

ইরানের জনপ্রিয় গায়ক এবং সুরকার আব্দুলভাহাব আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। শিল্পীর নাতি আলী খেরাদমান্দ জানিয়েছেন, তার দাদা আব্দুলভাহাব হৃদযন্ত্রে কিছু সমস্যা অনুভব করলে  গত রবিবার তাকে হাসপাতলে নেয়া হয়। ৫ দিন আগে তিনি কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

২৩০ এরও বেশি পারফরম্যান্স সহ, শাহিদী তেহরান রেডিওর একটি পেশাদার সঙ্গীত অনুষ্ঠান গোলাহর শিল্পীদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ গায়ক ছিলেন, যেখানে অনেক শীর্ষ সংগীতশিল্পী ছিলেন।