শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের ‘পারস ১’ স্যাটেলাইট উৎপাদনে অগ্রগতি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০১৯ 

news-image

ইরানের মহাকাশ সংস্থা আইএসএ এর প্রধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপমন্ত্রী মোরতেজা বারারি জানিয়েছেন, রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘পারস ১’ উৎপাদনে তার দেশের অগ্রগতি সন্তোষজনক। রোববার ইরান মহাকাশ গবেষণা কেন্দ্র আইএসআরসি এর প্রধান হোসেইন সাম্মির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে বারারি ‘পারস ১’ স্যাটেলাইটের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

বৈঠকে আইসিটি উপমন্ত্রী ‘পারস ১’ স্যাটেলাইট নির্মাণ কাজ সম্পন্ন করে ডেলিভারি দেয়ার জন্য মহাকাশ খাতের বিশেষজ্ঞদের সার্বক্ষণিক ও অবিরাম প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট খাতে তার এজেন্সির উদ্দেশ্য বাস্তবায়নে বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা করতে দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বারারি বলেন, আশা করা হচ্ছে ইরান মহাকাশ সংস্থা (আইএসএ) ও ইরান মহাকাশ গবেষণা কেন্দ্র (আইএসআরসি) সহায়তা ও সহযোগিতায় মধ্য দিয়ে কক্ষপথে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।