বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের পর্বতশৃঙ্গ কি বিদেশি পর্বতারোহীদেরও আকর্ষণ করে?

পোস্ট হয়েছে: নভেম্বর ২৬, ২০২৫ 

news-image

আলবোর্জ ও জাগরোসের মতো বিশাল পর্বতমালার কারণে ইরান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্বতারোহীদের জন্য সম্ভাবনাময় একটি গন্তব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে।

উচ্চ পর্বতশৃঙ্গ, চিত্তাকর্ষক প্রাকৃতিক দৃশ্য আর বৈচিত্র্যময় আবহাওয়া- ইরানকে বিশ্বব্যাপী পর্বতারোহীদের কাছে একটি বিশেষ গন্তব্যে পরিণত করেছে। প্রশ্ন হল- এই শৃঙ্গগুলো কি সত্যিই বিদেশি পর্বতারোহীদের জন্য একটি গন্তব্য?

দামাভান্দ পর্বত

প্রথমেই উল্লেখ করতে হবে দামাভান্দ পর্বতের কথা; এটি ইরানের এবং পশ্চিম এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা প্রায় ৫,৬০০ মিটার। দামাভান্দ শুধু প্রাকৃতিক বা ক্রীড়াগত দিক থেকে নয়, ইরানের সংস্কৃতি ও ঐতিহ্যেও বিশেষ গুরুত্ব বহন করে। ইউরোপ ও এশিয়ার বহু বিদেশি পর্বতারোহী তাদের ভ্রমণের প্রধান লক্ষ্য হিসেবে দামাভান্দকে বেছে নেন। বিভিন্ন রুট, চমৎকার পর্বতদৃশ্য এবং আশপাশে গরম পানির ঝরনা—সব মিলিয়ে দামাভন্দের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।

আলমকুহ শৃঙ্গ

দামাভান্দের পর সবচেয়ে আলোচিত শৃঙ্গ হলো আলমকুহ—মাজানদারান প্রদেশে অবস্থিত ইরানের দ্বিতীয় উচ্চতম পাহাড়। এটি বিশেষ করে পেশাদার পর্বতারোহী ও দেয়াল-আরোহীদের কাছে সুপরিচিত। আলমকুহ-এর উত্তরের ৭০০ মিটার উঁচু গ্রানাইট প্রাচীর পশ্চিম এশিয়ার অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং রুট হিসেবে পরিচিত, এবং বহু আন্তর্জাতিক দল সেখানে গেছেন।

সাবালান

আরদাবিল প্রদেশে অবস্থিত সাবালানও বিদেশি পর্বতারোহীদের কাছে আকর্ষণীয় একটি গন্তব্য। শীর্ষে থাকা প্রাকৃতিক হ্রদ, পার্বত্য দৃশ্য, স্থানীয় সংস্কৃতি ও মানুষের অতিথিপরায়ণতা মিলিয়ে এটি ভ্রমণকারীদের জন্য ভিন্নরকম অভিজ্ঞতা দেয়।

পাশাপাশি জাগরোস পর্বতমালার দেনা ও জার্দকুহ শৃঙ্গগুলোও তাদের অক্ষত প্রকৃতি ও নানা ধরনের ট্রেকিং রুটের কারণে নতুন নতুন সুযোগ তৈরি করছে অভিযাত্রীদের জন্য।

সামগ্রিকভাবে, ইরানের পর্বতশৃঙ্গগুলো কেবল প্রাকৃতিক ও ক্রীড়াগত দিক দিয়েই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্বতারোহণ গন্তব্য হিসেবেও নির্ধারিত হতে পারে। দামাভন্দ, আলম-কুহ এবং সাবালানে বিদেশি পর্যটকদের উপস্থিতি প্রমাণ করে যে, এই পর্বতগুলোর আকর্ষণ ইরানের সীমানা ছাড়িয়ে গেছে। যদি অবকাঠামো ও বিশ্বব্যাপী প্রচার বৃদ্ধি করা হয়,  তাহলে ইরান আলপস বা হিমালয়ের মতো বিখ্যাত পর্বতগন্তব্যগুলোর সমকক্ষ হয়ে উঠতে পারে।#

পার্সটুডে