সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের জাতীয় ঐতিহ্যের স্বীকৃতি পেল আরও ২৫ ঐতিহাসিক স্থান

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২১ 

news-image

ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে মোট ২৫টি ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান এবং ধ্বংসাবশেষকে দেশটির জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার প্রাদেশিক পর্যটনের প্রধান আমিন কাসেমি এই তথ্য জানান। খবর আইএসএনএ এর।

তিনি জানান, প্রাগৈতিহাসিক যুগ থেকে ইসলামি যুগ পর্যন্ত সময়কালের ১৫টি স্থাবর ও ১০টি অস্থাবর সম্পত্তি জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাসেমি আরও জানান, সদ্য স্বীকৃতি পাওয়া স্থান ও ধ্বংসাবশেষগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক পাহাড়। এসবের বেশিরভাগই দেলফান কাউন্টিতে অবস্থিত। সেইসাথে লৌহযুগের কিছু ধাতব বস্তুও রয়েছে। সূত্র: তেহরান টাইমস।