মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের কেরমান শহরে জেনারেল সোলাইমানির দাফন সম্পন্ন

পোস্ট হয়েছে: জানুয়ারি ৮, ২০২০ 

news-image

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে প্রচণ্ড ভিড়ের কারণে তার মরদেহের দাফন স্থগিত রাখা হয়েছিল। আজ (বুধবার) সকালে তার লাশ কবর দেয়া হয়েছে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

আজ সকালে ভিড়ের চাপ কমলেও দাফন অনুষ্ঠানে লাখ লাখ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার ইরানের রাজধানী তেহরানে প্রায় ৭০ লাখ মানুষের উপস্থিতিতে জেনারেল সোলাইমানির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তাঁর জানাযার নামাজের ইমামতি করেন।

জেনারেল সোলায়মানির দাফন সম্পন্ন হওয়ার আগে ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো মার্কিন বাহিনী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে দেশটি সফরকারী ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস এবং দু’দেশের আরো ৮ সেনা শাহাদাতবরণ করেন।পার্সটুডে।