বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের উদ্ভাবনের ২৪ শতাংশের বেশি নিবন্ধন করেন নারী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৫ 

news-image

তেহরান, আইআরএনএ – নারী ও পরিবার বিষয়ক উপ-রাষ্ট্রপতি জাহরা বহরুজ-আজার বলেছেন, শিক্ষা, উদ্ভাবন ও জাতীয় উন্নয়নে নারীরা ক্রমবর্ধমান ভূমিকা রেখে চলেছেন। তিনি উল্লেখ করেন যে “দেশের ২৪ শতাংশেরও বেশি উদ্ভাবন নারীদের দ্বারা নিবন্ধিত,” যেখানে বৈশ্বিক গড় মাত্র ১৪ থেকে ১৭ শতাংশ।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের নারী বিষয়ক কর্মকর্তাদের এক সমাবেশে বক্তৃতাকালে বহরুজ-আজার বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নারী,” যা তাদের বাড়তে থাকা একাডেমিক উপস্থিতিকে প্রতিফলিত করে।

তিনি প্রাচীন ইরানের ঐতিহাসিক প্রমাণের উল্লেখ করেন, যেখানে নারীরা অর্থনৈতিক ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করতেন। পারসেপোলিসে নারীরা মজুরি ও রেশন প্রদানের দায়িত্বে ছিলেন এবং গর্ভাবস্থা ও শিশুর যত্নের সময় তারা পৃথক অধিকার পেতেন।

বহরুজ-আজার ইসলামের বিশিষ্ট নারীদেরও উদাহরণ হিসেবে তুলে ধরেন, যেমন “হযরত খাদিজা (সা.)” এবং “হযরত জাহরা (সা.)”, যাঁরা অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।

তিনি আধুনিক ইতিহাসেও নারীদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন, পবিত্র প্রতিরক্ষা (ইরাক–ইরান যুদ্ধ) চলাকালে “১৭,০০০-এরও বেশি নারী শহীদ, যোদ্ধা ও মুক্ত বন্দী” থাকার কথা বলেন।

তিনি আরও জানান, বিভিন্ন খাতে নারীর অগ্রগতির বাঁধা দূর করতে কর্মকর্তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তথ্যসূত্র: আইআরএনএ