মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে ঈদের নামাজে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

পোস্ট হয়েছে: জুন ১২, ২০১৯ 

news-image

ইরানে পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।প্রতিদিনের পাঁচ বারের নামাজ ছাড়াও ঈদ বা জুমআর নামাজে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবারে ঈদুল ফিতরের নামাজেও এর ব্যতিক্রম ঘটেনি।

দ্বীনের নবী হজরত মোহাম্মদ মোস্তফা(সা) জামানায় ঈদের জামায়াতে অংশ নিতেন নারীরা। সে ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে আধুনিক ইরানে। ইরানের রাজধানী তেহরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় মোসাল্লায়ে ইমাম খোমেনি(রহ)। নারীরা সেখানে দলে দলে অংশগ্রহণ করেন।

এ ছাড়া, তেহরানের অনেক মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। আবহাওয়া ভাল থাকলে সাধারণ ভাবে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয় খোলা স্থানে, মসজিদ সংলগ্ন পার্কে। এখানে উল্লেখ্য, ইরানের সব মসজিদেই নামাজে অংশ নেয়ার ক্ষেত্রে নারীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সূত্র: পার্সটুডে।