রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি দাবাড়ুদের অ্যান্টালিয়ায় বিশ্ব বয়সভিত্তিক ব্লিটজ দাবায় ডাবল স্বর্ণ জয়।

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২১, ২০২৫ 

news-image

তুরস্কের অ্যান্টালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব বয়সভিত্তিক ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে দুইজন তরুণ ইরানি দাবা প্রতিভা দারুণ সাফল্য অর্জন করে সবার দৃষ্টি কেড়েছেন। তারা নিজ নিজ বয়সভিত্তিক বিভাগে বিশ্ব শিরোপা জিতেছেন।

অনূর্ধ্ব-১৩ ওপেন বিভাগে, রামতিন কাকাভান্দ ৯টি খেলায় ৮ পয়েন্ট অর্জন করে অসাধারণ পারফরম্যান্স দেখান এবং বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবসহ স্বর্ণপদক জয় করেন।

অনূর্ধ্ব-১৫ মেয়েদের বিভাগে, রোশা আকবারি ৯টি খেলায় ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বীদের স্পষ্টভাবে ছাপিয়ে যান, তালিকার শীর্ষে অবস্থান করেন এবং চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেন।

শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্টটি আজ চূড়ান্ত রাউন্ডের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত তরুণ দাবা প্রতিভারা অংশ নেন।

প্রেস টিভি