বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি ডকুমেন্টারি ‘ডেসটিনি’ ইতালিতে দুটি পুরস্কার জিতেছে

পোস্ট হয়েছে: জুলাই ২৯, ২০২৪ 

news-image

ইতালিতে ১৭ থেকে ২৪ জুলাই অনুষ্ঠিত হওয়া ১৮তম ফাইটো ডক ফেস্টিভালে ইয়াসের তালেবির ইরানি ডকুমেন্টারি ‘ডেসটিনি’ দুটি পুরস্কার জিতেছে।তালেবির সিনেমাটি যুব জুরি এবং জুরি দ্য ম্যাগনিফিসেন্ট নির্বাচিত দুটি বিভাগে সেরা পুরস্কার জিতেছে। মেহর এই খবর দিয়েছে।

তথ্যচিত্রটিতে ১৮ বছর বয়সী সাহারের জীবন তুলে ধরা হয়েছে। মায়ের মৃত্যুর পর ইরানের একটি বিচ্ছিন্ন গ্রামে দরিদ্র, মানসিকভাবে অক্ষম বাবার তত্বাবধানে বেড়ে ওঠেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার এবং একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু তার বাবা পুনরায় বিয়ে না করলে তাকে অবশ্যই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। খবর ইলনার

গত নভেম্বরে ছবিটি গ্রিসের নবম পেলোপনিস আন্তর্জাতিক ডকুমেন্টারি উৎসবে সেরা বিদেশী চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস