বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান সর্বনিম্ন পার্শ্বপ্রতিক্রিয়াসহ ক্যান্সারবিরোধী ওষুধ তৈরি করেছে

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৬ 

news-image

ইরানি বিশেষজ্ঞরা ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে সর্বনিম্ন পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন একটি ক্যান্সারবিরোধী ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছেন।

বিশ্বজুড়ে মাত্র চারটি কোম্পানি এই ওষুধটি উৎপাদন করে। ইরানি কোম্পানিটির প্রধান কার্যক্রম হলো লক্ষ্যভিত্তিক পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা করা, পাশাপাশি আসক্তির মতো দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা। সাধারণ ক্যান্সার চিকিৎসায় চুল পড়া ও বমিভাবের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, তবে এই ওষুধ ব্যবহারে এসব পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় শূন্যে নেমে আসে।

প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাভিদ নাতেঘিন জানান, এই পদ্ধতিতে ওষুধটি সরাসরি ক্যান্সার আক্রান্ত কোষে আঘাত হানে, ফলে সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত হয় না। তিনি আরও বলেন, ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে কোম্পানিটি এই ওষুধ উৎপাদন করেছে। ওষুধটি উৎপাদনের এক দশক পার হলেও এখনো পর্যন্ত অন্য কোনো কোম্পানি এটি তৈরি করতে পারেনি।

এই ওষুধ অগ্ন্যাশয়, স্তন, জরায়ু, ফুসফুস, ডিম্বাশয় ও পাকস্থলীর ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। স্থানীয় ব্যবহারের পাশাপাশি ওষুধটি তুরস্ক, ইরাক, রাশিয়া ও সিরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

 

সূত্র: ফার্স নিউজ