বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানি ছবির কিওটো আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব জয়

পোস্ট হয়েছে: মার্চ ২৩, ২০২১ 

news-image

জাপানের কিওটো আন্তর্জাতিক শিক্ষার্থী চলচ্চিত্র ও ভিডিও উৎসবের বিজয়ী ছবি ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টকার’। ১২ মিনিটের ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা মেহরশাদ রানজবার।

স্বল্পদৈর্ঘ্যটিতে একজন বৃদ্ধ নারীর কাহিনি তুলে ধরা হয়েছে। যিনি তার অসুস্থ স্বামীকে বহু বছর ধরে দেখাশোনা করে আসছিলেন। হঠাৎ একদিন এই অভ্যাসের পরিসমাপ্তি ঘটে।

‘টকার’ এ অভিনয় করেছেন মরিয়ম নৌরাফকান ও আব্বাস জালাল্লাও প্রমুখ অভিনেতা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।