ইরানি চলচ্চিত্র ‘ইনসাইড আমির’ ভেনিস ডেজ-এ শীর্ষ পুরস্কার পেল
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৫

আমির আজিজি পরিচালিত ইরানি ফিচার চলচ্চিত্র “ইনসাইড আমির” ২০২৫ সালের ভেনিস ডেজ বা জিওরনাতে দেগলি আউতোরি-এর স্বাধীন সমান্তরাল বিভাগে, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ডিরেক্টর’স অ্যাওয়ার্ড তথা শীর্ষ পুরস্কার জিতেছে। , ছবিটি তেহরানের একজন তরুণকে নিয়ে নির্মাণ করা হয়েছে যিনি দেশত্যাগের দ্বারপ্রান্তে পৌঁছে যান।
ইরানি চলচ্চিত্রটি বিভাগটির শীর্ষ পুরস্কারের সাথে ২৩ হাজার মার্কিন ডলার নগদ পুরস্কার পেয়েছে। বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, এটি চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিবেশকের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।
জুরি “ইনসাইড আমির” কে “দৈনন্দিন জীবনের উপর একটি ধ্যান” বলে অভিহিত করেছেন। তারা বলেছেন “এটি আমাদের মনে করিয়ে দেয় যে, কীভাবে দৈনন্দিন রুটিন চলাফেরা এবং বন্ধুদের সাথে কথোপকথন নিরাপত্তা এবং স্বাধীনতা উভয়ই প্রদান করে।
ভেনিস ডেজ এর জুরির নেতৃত্বে ছিলেন নরওয়েজিয়ান লেখক এবং পরিচালক ড্যাগ জোহান হাউগেরুড। অন্যান্য সদস্যরা হলেন ইতালীয় ভার্মিগ্লিও প্রযোজক ফ্রান্সেসকা আন্দ্রেওলি, ফরাসি-ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা লিনা সোয়ালেম, নিউ ইয়র্কের মোমা ফিল্ম কিউরেটর জশ সিগেল এবং তিউনিসিয়ার চিত্রগ্রাহক সোফিয়ান এল ফানিও।