বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইতালীয় উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতল ‘সঙ স্প্যারো’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২১ 

news-image

ইতালীয় আন্দারাস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরানি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ‘সঙ স্প্যারো’। আন্তর্জাতিক এই উৎসবে অংশ নিয়ে ছবিটি সেরা অ্যানিমেশনের অ্যাওয়ার্ড ঘরে তুলেছে।

‘সঙ স্প্যারো’ অ্যানিমেশনে ভালো জীবনযাপনের অনুসন্ধানে নিরাপদ দেশে পৌঁছার চেষ্টা করা একদল শরণার্থীর গল্প তুলে ধরা হয়েছে। ফ্রিজ ট্রাকে করে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য তারা একজন চোরাচালানিকে অর্থ পরিশোধ করে। কিন্তু ট্রাকের হিমায়িত তাপমাত্রায় বেঁচে থাকার জন্য তাদের তীব্র লড়াই করতে হয়। ক্ষীণ হয়ে আসে তাদের ভালো জীবনযাপনের আশা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।