বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইতালির রদ্দি পুরস্কার জিতলেন ইরানি কবি

পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০২৩ 

news-image

ইতালির তুরিনে অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতায় রদ্দি পুরস্কার জিতেছেন ইরানের কবি গারুস আবদোলমালেকিয়ান।

গেল
১৭ জুলাই অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ‘টেস্টিমোন ডিবেলেজা’ (সৌন্দর্যের সাক্ষী) শীর্ষক বিভাগে আবদোলমালেকিয়ান এই পুরস্কার পান।

গারৌস আবদোলমালেকিয়ান ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাতটি কবিতার বইয়ের লেখক, যার মধ্যে রয়েছে ‘লিন এগেইনস্ট দিস লেট আওয়ার’। বইটি অনুবাদ করেছেন আহমেদ নাদালিজাদেহ এবং ইদ্রা নভে (পেঙ্গুইন, ২০২০)। বর্তমানে তিনি তেহরানের চেশমেহ পাবলিশিংয়ের কবিতা সম্পাদক। সূত্র: তেহরান টাইমস।