ইউরোপের উদ্দেশে আরাঘচি: ইরান যেকোনো সীমাবদ্ধতার পাল্টা জবাব দেবে
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২৬
তাসনিম নিউজ এজেন্সির পররাষ্ট্রনীতি বিভাগ জানিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে ইরানি কূটনীতিকদের ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্স-এ তার সরকারি অ্যাকাউন্টে লিখেছেন:
গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যা, যাতে ৭০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, ইউরোপীয় পার্লামেন্টকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নিতে প্ররোচিত করতে পারেনি।
আরাঘচি আরও বলেন: এমনকি যখন বেনিয়ামিন নেতানিয়াহু (জায়নবাদী শাসনের প্রধানমন্ত্রী) যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত ও অনুসন্ধানাধীন, তখনও তিনি ইউরোপের আকাশসীমার ওপর দিয়ে অবাধে উড়ে বেড়াচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন: এর বিপরীতে, ইরানে মাত্র কয়েক দিনের সহিংস দাঙ্গাই ইউরোপীয় পার্লামেন্টের জন্য যথেষ্ট ছিল, যাতে তারা আমাদের কূটনীতিকদের নিজেদের পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: জনগণ বোকা নয়; তারা নিজের চোখে দেখছে কী ঘটছে। ইরান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শত্রুতা চায় না, তবে যেকোনো ধরনের সীমাবদ্ধতারই পাল্টা জবাব দেওয়া হবে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি