বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউনেসকোর অস্থায়ী তালিকায় ইরানের কারাফতু গুহা

পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২২ 

news-image
ইরানের কোর্দেস্তান প্রদেশে অবস্থিত কারাফতু গুহা ইউনেসকোর অস্থায়ী বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।কোর্দেস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিভাগের মহাপরিচালক ইয়াঘুব গুইলিয়ান বলেছেন, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জাতীয় সম্পত্তি নিবন্ধন করার জন্য দেশগুলির কোটা সীমিত।
এ কারণেই ইরানের কর্মকর্তারা কারাফতু গুহাকে বিশ্ব সংস্থার অস্থায়ী তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কারাফতু গুহায় শুধু পাহাড়ের দক্ষিণ দিকে পাওয়া একটি সাধারণ প্রবেশদ্বার দিয়ে ঢোকা যায়। এদিকে, পর্বতটি প্রায় উল্লম্বভাবে উপরে উঠতে বলা হয়, এবং গুহাগুলির প্রবেশদ্বারটি মাটি থেকে প্রায় ৯ মিটার (২৯ ফুট) উপরে বলা হয়।
অতীতে, শুধু মই বা দড়ি ব্যবহার করে গুহাগুলিতে পৌঁছানো যেত। আজ, প্রবেশদ্বার পর্যন্ত একটি দীর্ঘ সিঁড়ি রয়েছে। সূত্র: মেহর নিউজ।