মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইউকে চ্যাম্পিয়নশিপে ইরানি স্নুকার

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২০ 

news-image

ইউকে চ্যাম্পিয়নশিপ স্নুকার ২০২০ এ অংশ নেবে দুই ইরানি স্নুকার। তারা হলেন হোসেইন ভাফায়েই ও সোহেইল ভাহেদি।

ইংল্যান্ডের বাকিংহামশায়ারের মিল্টন কিনেসে ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে।

ভাফায়েই ২৫ নভেম্বর ইংলিশ খেলোয়াড় বিল্লি জো ক্যাসলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতা শুরু করবে। আর ভাহেদি ২৪ নভেম্বর চায়না স্নুকার খেলোয়াড় লি হাউতিয়ানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।