মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

আর্জেন্টিনায় সেরা শর্টফিল্ম ইরানি অ্যানিমেশন ‘হোম’

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৩ 

news-image

হামেদ আজিজি পরিচালিত ইরানি অ্যানিমেশন ‘হোম’ আর্জেন্টিনার ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডি সিনে অস্ট্রাল (এফআইসিএ) এ সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে।আজিজির এক মিনিটের অ্যানিমেশনটির ধরন নাটক ও বিজ্ঞান কল্পকাহিনী এবং এটি পরিবেশ সুরক্ষা সম্পর্কিত।‘হোম’ এর গল্পের সারমর্ম হলো, এতদূর এতকাছে, সবাই তাদের মৌলিকত্বে ফিরে যেতে চাইছে। তাদের হৃদয় বাড়িতে বিশ্রাম নেয়। আপনার বাড়িকে রক্ষা করুন।অ্যানিমেশনটি এর আগে অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও মনোনয়ন লাভ করে এবং পুরস্কার জিতে। সূত্র: মেহর নিউজ।