মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

আরবাইনের ওপর প্রামাণ্যচিত্রের প্যাকেজ মুক্তি

পোস্ট হয়েছে: অক্টোবর ৮, ২০২০ 

news-image

প্রতিবছর ইরাকগামী আরবাইনের জিয়ারতকারীদের ওপর তৈরি বিভিন্ন প্রামাণ্যচিত্রের একটি প্যাকেজ মুক্তি দিয়েছে ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অরগানাইজেশন।

রাসুল সা. এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ. এর শাহাদাতের চেহলাম বার্ষিকী উদযাপনে ইরাকের কারবালায় ইরানি এবং অন্যান্য দেশ থেকে শিয়া মুসলিমরা সফর করেন। তবে এবছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে  সীমান্ত বন্ধ রয়েছে। তাই এবার কেবল ইরাকি নাগরিকদের অংশহণে আরবাইনের ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠান আয়োজিত হবে।

প্রামাণ্যচিত্রের এই প্যাকেজের মধ্যে রয়েছে- ‘গেস্ট’, ‘ইরানিয়ান গিফ্ট’, ‘গ্লাস অব বেইন উল-হারমাইন’, ‘ফোরটিন ডে’, ‘ফ্রম কারাকাস টু কারবালা’ ও ‘অ্যা হেইদারি ইয়েল’। সূত্র: তেহরান টাইমস।