শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আম্মার উৎসবে ‘ডটার অব ইরান’ পরিচালকের সেরার মুকুট জয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২২ 

news-image

‘ডটার অব ইরান’ এর জন্য ১২তম আম্মার পপুলার চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেনসাইয়্যেদ জালাল দেহকানি। শুক্রবার সন্ধ্যায় আয়োজকরা এই পুরস্কার ঘোষণা করেন।উৎসবের সমাপনী অনুষ্ঠানটি তেহরানের আর্ট ব্যুরোর আন্দিসেহ হলে অনুষ্ঠিত হয়। ইরানি কিছু বিপ্লবী ব্যক্তিত্ব আম্মার পপুলার চলচ্চিত্র উৎসব প্রতিষ্ঠিত করেন। উৎসবের নামকরণ করা হয়েছে আম্মার ইয়াসিরের নামে, যিনি বিশ্বনবী মুহাম্মদ (সঃ) এর ঘনিষ্ঠ সহচর ছিলেন।গেলারেহ আব্বাসি “ডটার অব ইরান”-এ ভূমিকার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ইরান-ইরাক যুদ্ধের সময় ১৯৮০ এর দশকে একটি প্রেমের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।