আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইরানের কুস্তি দল; গাজাবাসীর প্রতি তুর্কি ক্লাবের সমর্থকদের সংহতি
পোস্ট হয়েছে: অক্টোবর ২৬, ২০২৫
ইরানের অনূর্ধ্ব ২৩ গ্রিকো–রোমান কুস্তি দল প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
৬০ কেজি ওজন শ্রেণিতে সাজাদ আব্বাসপুর ফাইনালে উঠার পর ইরানের জাতীয় অনূর্ধ্ব–২৩ গ্রিকো–রোমান কুস্তি দল প্রতিযোগিতা শেষ হওয়ার একদিন আগেই তাদের শিরোপা নিশ্চিত করে। ইরানের তরুণ কুস্তিগীররা তিন বছর ধরে বিশ্বচ্যাম্পিয়ন হচ্ছে। এ পর্যন্ত ইরান কুস্তি দল তিনটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে। আজ রাতেও আরও দুই ইরানি কুস্তিগীর সোনা ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে।
তুরস্কের গালাতাসারায় ক্লাবের সমর্থকদের গাজার প্রতি সংহতি
তুরস্কের গালাতাসারায় ফুটবল ক্লাবের সমর্থকরা বুধবার রাতে ইস্তানবুলের “রামস পার্ক” স্টেডিয়ামে এক আবেগময় ও প্রতীকী দৃশ্য তৈরি করেন। তারা গ্যালারির আসনগুলোকে ফিলিস্তিনের পতাকার রঙে সাজিয়ে তোলেন এবং গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে স্লোগান দেন। সেই মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে বিশাল একটি ব্যানারে লেখা ছিল “গণহত্যা বন্ধ করুন” এবং আরেকটিতে “ফিলিস্তিন মুক্ত হোক”- যা পুরো খেলার পরিবেশকে মানবিক ঐক্য ও গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চে রূপ দেয়।#
পার্সটুডে