মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

আপনার গোল্ডফিশকে খুশি রাখুন

পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০১৬ 

news-image

এ বছর ইরানে গোল্ডফিশ কোনো ধরনের রোগাক্রান্ত হয়নি বলে দেশটির গোল্ডফিশ খামারগুলো জানিয়েছে। ইরানের ভেটেরিনারি অর্গানাইজেশনের কর্মকর্তা আমরোল্লাহ ঘাজারি জানান, গোল্ডফিশগুলো এবারের মওসুমে বেশ সুস্থই আছে। যদিও গোল্ডফিশ যারা লালন করেন তারা জানেন যে মাছটি বেশ কিছু ছত্রাকে আক্রান্ত হয়ে পড়ে তাই ছত্রাক ছাড়াও যাতে মাছগুলো ব্যাক্টেরিয়ায় বা ফাঙ্গাসে আক্রান্ত হয়ে না পড়ে সে জন্যে তাদের সঠিক পরিচর্যা প্রয়োজন।

এছাড়া বার্তা সংস্থা আলেফ নিউজ এজেন্সিকে তিনি জানান, একটি পোষা গোল্ডফিশ ৬ থেকে ৮ বছর বাঁচতে পারে যদি সে সঠিক পরিচর্যা পায়। তবে ২৫ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা তার জন্যে খুবই দুর্বিষহ যা সে সহ্য করতে পারে না। এক একটি গোল্ডফিশের জন্যে আড়াই লিটার পানি প্রয়োজন। তবে সাধারণ মানুষকে তাদের গোল্ডফিশকে যত্রতত্র কোনো পুকুর, নদী বা লেকে ছেড়ে না দেয়ার জন্যে পরামর্শ দেন তিনি।

ইরানের নওরোজে গোল্ডফিশ প্রদর্শন জীবনের এক প্রতীক হয়ে উঠেছে। এক সময় এ রীতি খুবই প্রচলিত ছিল। ঐতিহ্যের অংশ হিসেবেই প্রদর্শিত হত। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন