আন্তর্জাতিক তথ্যবিজ্ঞান অলিম্পিয়াডে ৪ পদক ইরানের
পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২৫

বলিভিয়ার সুক্রেতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্যবিজ্ঞান অলিম্পিয়াডের (আইওআই) ৩৭তম সংস্করণে ইরানের শিক্ষার্থীরা একটি স্বর্ণপদক, দুটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে।
ইভেন্টটি ২৭ জুলাই শুরু হয়ে এবং শেষ হবে ৩ আগস্ট। এই বছরের ইভেন্টে ৮৪টি দেশের মোট ৩৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।
বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, আমির-আলী আসগারি স্বর্ণপদক জিতেছে, মানি জার ও হামেদ গাফারি রৌপ্য পদক জিতেছে এবং কিয়ারাশ রেজাই ব্রোঞ্জ পদক জিতেছে।
বিশ্বজুড়ে প্রতি বছর অনুষ্ঠিত বেশ কয়েকটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডের মধ্যে আইওআই অন্যতম। বিভিন্ন দেশের উচ্চ বিদ্যালয়ের প্রতিভাবান শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ অ্যালগরিদমিক প্রতিযোগিতায় নিজেদের তথ্যবিজ্ঞান দক্ষতা- যেমন সমস্যা বিশ্লেষণ, অ্যালগরিদমের নকশা এবং ডেটা স্ট্রাকচার, প্রোগ্রামিং এবং পরীক্ষার উপর প্রতিযোগিতা করে।
প্রতিটি অংশগ্রহণকারী দেশ সর্বোচ্চ চারজন প্রতিযোগীর একটি দল নির্বাচন করে। দলটি দুটি তীব্র প্রতিযোগিতামূলক দিনে পৃথকভাবে প্রতিযোগিতা করে।
গত বছর ইরান ৩৬তম আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে (আইওআই) একটি স্বর্ণপদক, দুটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জ পদক জিতে ৯৬টি দেশের মধ্যে ৯ম স্থান অধিকার করে। সূত্র: তেহরান টাইমস