বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানের ৭ পদক

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৫ 

news-image

তুর্কমেনিস্তানে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ইরানি শিক্ষার্থীরা সাতটি ব্রোঞ্জ পদক জিতেছে।আশগাবাত বিশেষায়িত সাধারণ শিক্ষা স্কুল আয়োজিত এই অনুষ্ঠানটি ২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

রাশিয়া, বেলারুশ, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরান, আর্মেনিয়া, বুলগেরিয়া, নেপাল, চীন, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, ভিয়েতনাম, কাতার এবং তুর্কমেনিস্তান সহ ১৫টি দেশের ২৩০ জনের অধিক প্রতিভাবান শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

দ্বিতীয় অলিম্পিয়াডে উত্তর খোরাসানের ৩১ জন শিক্ষার্থী ইরানের প্রতিনিধিত্ব করে। মোহাম্মদ-জাবাদ কামালি কালতি, আর্য মোহাম্মদি রাজি, মাহসা আবরন, সাজ্জাদ আজিজি, মাহিয়ার ফরুগিফার, ইয়ালদা মেসরজাদেহ এবং সেতায়েশ রহিমি ব্রোঞ্জ পদক জিতেছে। তেহরান টাইসম।