বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় ইরানি ধাত্রীর রৌপ্যপদক জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০২১ 

news-image

তুরস্কে আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় (আইএসআইএফ ২০২১) রৌপ্যপদক জিতেছেন ইরানি ধাত্রী হোমা মাদাহ। তিনি রেটিকুলার স্পেকুলাম উদ্ভাবনের জন্য এই পুরস্কার লাভ করেন।

হোমা হোরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স থেকে মিডওয়াইফারি স্নাতক সম্পন্ন করেন। তুরস্কে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর ৫ম আন্তর্জাতিক উদ্ভাবন মেলা- আইএসআইএফ ২০২১ অনুষ্ঠিত হয়।

তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় সহায়তায় প্রতিযোগিতার আয়োজন করে তুর্কি প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস (টার্কপ্যাটেন্ট)।

এর আগে ইরানি ধাত্রী হোমা সুইস আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে রৌপ্যপদক জিতেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ইনভেনটরস অ্যাসোসিয়েশন (আইএফআইএ) ভারচুয়ালি এই প্রতিযোগিতার আয়োজন করে।

এই স্পেকুলাম উদ্ভাবন নারীদের যোনি বা যোনিপথ সংক্রান্ত পরীক্ষা সহজতর করে এবং পরীক্ষক ও রোগীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।