আন্জুমানে ফারসি বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০২৫
গতকাল ২৮ অক্টোবর, ২০২৫ ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে আন্জুমানে ফারসি বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে ফারসি ভাষার প্রচার ও প্রসারে আন্জুমানে ফারসি বাংলাদেশ এর কর্মতৎরতা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর জনাব সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী। সভায় সংগঠনটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।