মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

আজ বিশ্বকবি শেখ সাদী দিবস, উদ্বোধন হচ্ছে সাদী কালচারাল কমপ্লেক্স

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২১ 

news-image

বিশ্বখ্যাত ফারসি কবি শেখ সাদী শিরাজির স্মরণে বরাবরের মতো এবারও জাতীয় স্মৃতি দিবস উদযাপন করছে ইরান। ফারসি সাহিত্যে নীতিশাস্ত্র বা নীতিসাহিত্য রচনার এই উজ্জ্বল নক্ষত্র ১২০০ সালের দিকে শিরাজে জন্ম গ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১২৯২ সালে।

দিনটিতে সাউথ ফারস প্রদেশের শিরাজ শহরে মহাকবির সমাধি সংলগ্ন সাদী কালচারাল কমপ্লেক্স উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। গবেষণা ও বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে এটি চালু করা হচ্ছে। ২১ এপ্রিল সাদী জাতীয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে কালচারাল কমপ্লেক্সটির নির্মাণ কাজ সম্পন্নের ঘোষণা দেন ফারস সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প দপ্তরের মহাব্যবস্থাপক মোসায়েব আমিরি। ভারচুয়ালি এই অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রটি একটি গবেষণা ও বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। প্রসিদ্ধ ফারসি কবির স্মৃতি দিবসে এটি ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে।

শেখ সাদী ছিলেন একজন সুস্পষ্টভাষী যার পুরো নাম আবু-মুহাম্মাদ মুছলেহ উদ্দিন আব্দুল্লাহ সাদী শিরাজি। মধ্যযুগে ইরানের সর্বশ্রেষ্ঠ কবিদের অন্যতম, যিনি ফেরদৌসির পর ফারসি সাহিত্যের সুন্দর আকাশকে নিজ আলো দ্বারা উজ্জ্বলতর করেছেন এবং যিনি শুধু ইরানেরই নন বরং বিশ্বের সর্বশ্রেষ্ঠ লেখকদের অন্যতম।

শেখ সাদী ফারসি সাহিত্যের ইতিহাসে একজন মরমি এবং রূপকবিজ্ঞানী হিসেবে সমাদৃত। অসাধারণ মানসম্মত লেখনীর জন্য বিশ্বব্যাপী পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। মানবতার কবি শেখ সাদীর সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতা বিস্মিত করেছে সবাইকে।

প্রাচীন এই পণ্ডিত ফারসি ভাষাভাষী দেশগুলোর গণ্ডি পেরিয়ে পশ্চিমা সমাজসহ বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। বিশ্বব্যাপী বহু লেখনীতে উদ্ধৃত করা হয় তার পঙক্তিকে। সূত্র: মেহর নিউজ এজেন্সি, তেহরান টাইমস।